World

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত আইএমও
ছবি: সংগৃহিত

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

Bangladesh Live News | @banglalivenews | 29 Nov 2023, 01:10 pm

নিজস্ব প্রতিনিধি, লন্ডন, ২৯ নভেম্বর ২০২৩ : যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার লন্ডনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-র ৩৩তম অ্যাসেম্বলির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং এর জনসংযোগ ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত মর্যাদাপূর্ণ আইএমও’র সাধারণ পরিষদের সর্বোচ্চ পদের মধ্যে একটিতে ভোট পেয়েছে, যেটি মেরিটাইম শিল্প এবং সরকারের সব ধরণের নিয়ন্ত্রক, আর্থিক, আইনি এবং প্রযুক্তিগত সহযোগিতার বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের জন্য লন্ডনে দ্বিবার্ষিক সম্মেলনে মিলিত হয়।

মঙ্গলবার এখানে লন্ডন থেকে প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএমও অ্যাসেম্বলির ১৭৫টি বর্তমান এবং ভোটদানকারী সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিদের দ্বারা প্রদত্ত মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে ভাইস-চেয়ার নির্বাচন করা হয়। সৌদি আরবের যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হল জাতিসংঘের সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা যেটি বিশ্বব্যাপী সামুদ্রিক সমস্যাগুলোর সাথে নৌপরিবহনের নিরাপত্তা এবং জাহাজের মাধ্যমে সামুদ্রিক ও বায়ুম-লীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে কাজ করে। আইএমও-র কর্মকান্ড জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024