World

বেলগোরদ: রুশ সীমান্তে গোলাবর্ষণে নিহত ২
২ জুন ২০২৩: রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই নারী নিহত হয়েছেন।
গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, মাসলোভা প্রিস্তান গ্রামের কাছে একটি গাড়িতে ভ্রমণ করার সময় শার্পনেলের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
পার্শ্ববর্তী ব্রায়ানস্ক ও কুর্স্ক অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণ ও রাতভর ড্রোন হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে কিয়েভ সীমান্তের ওপারে পূর্ববর্তী হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে, যা রাশিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত হয়েছে।
বেলগোরদে গ্লাডকভ বলেন, গোলাবর্ষণে অন্য একটি গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৯ জন আহত হয়েছেন।
এদিকে ক্রেমলিন বিরোধী অন্যতম প্রধান আধাসামরিক দল লিবার্টি অব রাশিয়া লিজিয়ন (এফআরএল) জানিয়েছে, তারা নিকটবর্তী নোভায়া তাভোলঝাঙ্কা গ্রামে সামরিক অভিযানে লিপ্ত রয়েছে।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলা হয়, রুশ আর্টিলারি তাদের গাড়িটিকে এফআরএল সদস্যদের বহনকারী একটি গাড়ি বলে ভুল করে ধরে নিলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এফআরএল জানিয়েছে, নোভায়া তাভোলঝাঙ্কার উপকণ্ঠে 'সক্রিয় লড়াই' অব্যাহত রয়েছে এবং তারা স্বীকার করেছে যে আহত 'লিজিওনিয়ার' রয়েছে।
কোনো দাবিই স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
স্মোলেনস্ক অঞ্চলের দুটি শহরে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় গভর্নর, অন্যদিকে কালুগা অঞ্চলের প্রধান জানিয়েছেন, একটি জঙ্গলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এফআরএল এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরডিকে) আরেকটি আধাসামরিক গোষ্ঠীর আন্তঃসীমান্ত হামলা বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর গত মাসে সীমান্তবর্তী শহর শেবেকিনো ও গ্রেভরনকে লক্ষ্য করে এই দুই গোষ্ঠী সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে।