World

পশ্চিম বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত বুলগেরিয়া বাস দুর্ঘটনা
Hans Eiskonen/Unsplash প্রতীকী ছবি

পশ্চিম বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত

Bangladesh Live News | @banglalivenews | 23 Nov 2021, 04:10 pm

সোফিয়া, নভেম্বর ২৩: মঙ্গলবার ভোরে পশ্চিম বুলগেরিয়ায় একটি পর্যটক বাস বিধ্বস্ত হয়ে আগুন লেগে শিশুসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, উত্তর ম্যাসেডোনিয়ায় নিবন্ধিত বাসটি স্থানীয় সময় রাত ২টা নাগাদ বোসনেক গ্রামের কাছে স্ট্রুমা মোটরওয়েতে বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মারাত্মক দুর্ঘটনায় সাতজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বুলগেরিয়ার সংবাদ সংস্থা নোভিনাইট জানিয়েছে, বুলগেরিয়ায় ম্যাসেডোনিয়ার দূতাবাসের প্রতিনিধিরা আহতদের একটি হাসপাতালে দেখতে যান।

উত্তর ম্যাসেডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি সংবাদ সংস্থাগুলোকে বলেছেন, কোচ পার্টি সপ্তাহান্তে ছুটি কাটিয়ে তুরস্কের ইস্তানবুল শহরে ছুটি কাটিয়ে রাজধানী স্কোপজে ফিরছিলেন।

বুলগেরিয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তা নিকোলাই নিকোলভ স্থানীয় বিটিভি টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

বিটিভি বুলগেরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী বয়কো রাশকভকে উদ্ধৃত করে জানিয়েছে যে নিহতদের বেশিরভাগ লাশ "পুরোপুরি পুড়ে গেছে"।

দুর্ঘটনাস্থলটি "সিল" করার পর কর্তৃপক্ষ দুর্ঘটনা এবং আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু করেছে, অন্যদিকে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে কোচটি হয়তো একটি কর্ব বা গার্ডরেলে আঘাত করেছে।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024