World

চীনা টিকার তৃতীয় ডোজ প্রয়োজন হতে পারে : গবেষক চীনা কোভিড-১৯ ভ্যাকসিন
Sinopharm Image: Ministerio de Defensa del Perú/Wikipedia চীনা কোভিড-১৯ ভ্যাকসিন

চীনা টিকার তৃতীয় ডোজ প্রয়োজন হতে পারে : গবেষক

Bangladesh Live News | @banglalivenews | 08 Jun 2021, 12:25 pm

কায়রো, ৮ জুন ২০২১ : চীনা টিকার কার্যকারিতা বাড়ানোর জন্য তৃতীয় ডোজের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গবেষণা দলের একজন মিশরীয় সদস্য।

আহমেদ সালমান নামের ওই গবেষক রোববার আল-কারিরা ওয়া আল-নাস চ্যানেলে ‘হাদিথ আল-কাহিরা’ অনুষ্ঠানে একটি ফোন-ইনে এ মন্তব্য করেন।

সালমান বলেন, করোনা থেকে সুরক্ষার জন্য অন্য যে কোনো ভ্যাকসিন দুই ডোজ গ্রহণ করাই যথেষ্ট। কিন্তু চীনা ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে তৃতীয় ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, চীনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ঐকমত্যের অভাবের কারণে অনেক দেশ দীর্ঘদিন ধরে তা গ্রহণ করেনি। গত সপ্তাহ পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক তথ্যও পাওয়া যায়নি।

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, বিভিন্ন ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সময় কারো কোনও সমস্যা হয়নি। কিন্তু চীনা টিকার শক্তিশালী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

সালমান বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে, তাই প্রতিটি দেশের অধিকার আছে কোনটি ব্যবহার করতে হবে তা বেছে নেওয়ার।

তিনি বলেন, বিভিন্ন ভ্যাকসিন নিয়ে কাজ করা সংস্থাগুলো তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, তাই ভ্যাকসিন নীতি তৈরিতে সবকিছু পরিষ্কার। এছাড়া ভ্যাকসিনের উপসর্গ এবং অন্যান্য সব তথ্যের পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে, এসব তথ্য উপযুক্ত ভ্যাকসিন বেছে নিতে সব দেশকেই সহায়তা করবে।

বিশ্বব্যাপী ৫৫০ মিলিয়ন মানুষকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024