World

কোনো দেশের স্যাংশনের পরোয়া করি না : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: সংগৃহিত

কোনো দেশের স্যাংশনের পরোয়া করি না : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 29 Sep 2023, 06:18 pm

রিচমন্ড, ২৯ সেপ্টেম্বর ২০২৩ : কোনো দেশের স্যাংশনে পরোয়া করি না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ যে উন্নয়ন সেটি যেন সাসটেইনেবল হয় আমরা সেই ব্যবস্থা করব।

শেখ হাসিনা বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি। বাংলাদেশের জনগণ আমার পরিবার। আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি।’

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম, সেটা করেছি। এবার হবে স্মার্ট বাংলাদেশ। আজ যে উন্নয়ন সেটি যেন সাসটেইনেবল হয় সেটি আমরা করব।

শেখ হাসিনা বলেন, ‘দিনবদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’

উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধুকন্যা। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।’

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত Wed, Nov 29 2023

শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন Fri, Nov 24 2023

ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Wed, Oct 25 2023

বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে সহায়ক হবে তৃতীয় টার্মিনাল : জাপান Sat, Oct 07 2023

ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা যুক্তরাজ্যের হিন্দু সম্প্রদায়ের Mon, Oct 02 2023

মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব আইএমও-তে প্রশংসিত Sat, Sep 30 2023

কোনো দেশের স্যাংশনের পরোয়া করি না : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী Fri, Sep 29 2023

পক্ষ নিতে নয়, ভিসানীতির উদ্দেশ্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন : মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র Tue, Sep 26 2023

রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি না সরানোর আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 23 2023

মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী Fri, Sep 22 2023