World

সব প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় ইইউয়ের দুঃখ প্রকাশ ইউরোপীয় ইউনিয়ন
ছবি: উইকিমিডিয়া কমন্স/ফ্লিকর/Thijs ter Haar প্রতীকী ছবি

সব প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় ইইউয়ের দুঃখ প্রকাশ

Bangladesh Live News | @banglalivenews | 11 Jan 2024, 01:47 pm

ব্রাসেলস, ১১ জানুয়ারি ২০২৪ : সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

তবে দীর্ঘ সময়ের সম্পর্ক বিবেচনায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছে। ব্রাসেলসের স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে ইইউ তাদের অবস্থান জানায়।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে ইইউ। এই নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহণ করেনি বলে ইইউ আফসোস করছে। ইইউ পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত।

ইইউ বলছে, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে স্বাগত জানাই। পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচনী অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাই।

বিবৃতিতে নির্বাচনকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সময়ে সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে জোটটি। বিবৃতিতে বলা হয়, নির্বাচন পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিয়ম মেনে চলা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে শ্রদ্ধা ও সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার উদ্বেগজনক।

রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন এবং দেশটির সম্ভাব্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করা অব্যাহত রাখার কথা বিবৃতিতে উল্লেখ করেছে ইইউ।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024