World

দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশি নিহত
কেপটাউন, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ : অজ্ঞাতপরিচয় দুবৃত্তদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় রোববার গভীর রাতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনে সকাল ১টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত মানিক আজম সজল (৪৩) ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, সজল ১৮ বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। তিনি ওই এলাকার বাংলাদেশি কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ওসি আরও জানান, স্থানীয় এক দোকানদারের সঙ্গে সজলের বিরোধ ছিল। তবে বিষয়টি স্থানীয় মানুষের মধ্যস্থতায় মিটে গিয়েছিল বলে জানা গেছে।
ওসি আরো বলেন, সজল দোকানদারকে ৫ লাখ টাকা দেবে বলে সম্মত হলেও সে ১০ হাজার টাকা কম দিয়েছিল।
সজলের পরিবারের অভিযোগ, টাকার জন্য ওই দোকানদার সজলকে হত্যা করেছে।