World

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত দক্ষিণ আফ্রিকা দুর্ঘটনা
ছবি: উইকিমিডিয়া কমন্স/ফ্লিকর/ER24 EMS (Pty) Ltd. প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

Bangladesh Live News | @banglalivenews | 25 Feb 2023, 11:39 am

কেপটাউন, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ : দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ প্রবাসী বাংলাদেশি নিহত এবং আরও দুই বাংলাদেশি গুরুতরভাবে আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এবং প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান মো. কামরুল আলম খান।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, ওই প্রবাসী বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। নিহতরা হলেন আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), ইসমাইল হোসেন (৩৮), রাজু আহমেদ (৩৪), ও মোস্তফা কামাল (৪০)। মৃতদের সবার বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও দুই বাংলাদেশি। তাঁরা হলেন ফেনীর আনিসুল হক মিলন (৩৮) ও গোপালগঞ্জের নাহিদ আহমেদ (৩৫)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024

ইউক্রেন যুদ্ধের দুই বছর : রাশিয়ার ওপর নতুন করে ৫ শতাধিক নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র Fri, Feb 23 2024