World

স্বল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রাপ্য দিতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

স্বল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রাপ্য দিতে হবে: প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 06 Mar 2023, 12:14 pm

দোহা, ৬ মার্চ ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনুদান নয়, স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত কাঠামোগত রূপান্তরের জন্য তাদের প্রাপ্য চায়।

তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই যে স্বল্পোন্নত দেশগুলোও দর কষাকষিতে তাদের পক্ষ রাখবে। আমাদের দেশগুলো দান চায় না; আমরা যা চাই তা হল আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের পাওনা।’

প্রধানমন্ত্রী রোববার দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন।

তিনি বলেন, দোহা কর্মসূচি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশার আরেকটি আশ্বাস। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এলডিসিতে বাস্তব কাঠামোগত রূপান্তরের জন্য তার প্রতিশ্রুতি পুনর্বিবেচনা করতে হবে। স্বল্পোন্নত দেশগুলোকে এলডিসিতে উত্তরণে তাদের পারফরম্যান্সের জন্য কিছু প্রণোদনা থাকা উচিত। তাদের একটি বর্ধিত সময়ের জন্য স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক সহায়তা ভোগ করা উচিত। তাদের উন্নত বিনিয়োগ এবং উৎপাদনশীল সক্ষমতা কিভাবে তৈরি করা যায় তা জানতে হবে।

শেখ হাসিনা বলেন, তাদের জন্য কিছু উদ্ভাবনী ও ক্রান্তিকালীন অর্থায়ন ব্যবস্থা থাকতে পারে। তবে, স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক বাণিজ্যে তাদের অংশ দ্বিগুণ করার জন্য টেকসই সহায়তা প্রয়োজন। তিনি বলেন, উন্নত দেশগুলোর এলডিসির জন্য ওডিএ লক্ষ্যমাত্রা পূরণ হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোতে ঋণ টেকসই করার জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যম রয়েছে। ‘এলডিসিগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে নমনীয় এবং অনুমানযোগ্য করা উচিত। এলডিসিগুলোতে প্রযুক্তি হস্তান্তর বাস্তব এবং অর্থপূর্ণ হওয়া দরকার। আমাদের অভিবাসী শ্রমিকদের তাদের অধিকার এবং মঙ্গলের জন্য সুরক্ষা প্রয়োজন। আমরা এলডিসিতে ২২৬ মিলিয়ন যুবকদের ব্যর্থ করতে পারি না’।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, মহামারী এবং তারপর ইউক্রেনের যুদ্ধ এলডিসি অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে অধিকাংশ স্বল্পোন্নত দেশে মুদ্রাস্ফীতি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে, জলবায়ু সংকট এবং কিছু স্বল্পোন্নত দেশে দীর্ঘকাল ধরে টানা সংঘাত।

তিনি বলেন, বাংলাদেশের গল্পের বেশিরভাগ অংশই আমরা স্বল্পোন্নত দেশগুলোর জন্য আলোচনা করেছিলাম এবং সহযোগিতার জন্য আমাদের গৃহীত পদক্ষেপ তুলে ধরেছি।

সর্বশেষ শিরোনাম

বেলগোরদ: রুশ সীমান্তে গোলাবর্ষণে নিহত ২ Fri, Jun 02 2023

জাতিসংঘের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি Fri, Jun 02 2023

চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ Wed, May 31 2023

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক Sat, May 27 2023

কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ,অধিকতর জ্বালানি সরবরাহে শিগগিরই চুক্তি Thu, May 25 2023

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগদান প্রধানমন্ত্রীর Tue, May 23 2023

জি-৭: হিরোশিমায় বৌদ্ধ সন্ন্যাসীর বিক্ষোভ, বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিহার করার আহ্বান Sat, May 20 2023

চীনের তৈরি বেলুনের ধ্বংসাবশেষ খুঁজে পেল তাইওয়ান Tue, May 16 2023

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে যুক্তরাজ্য-বেলজিয়াম Mon, May 15 2023

রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন Sat, May 06 2023