World

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা
ছবি: পিআইডি

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর

Bangladesh Live News | @banglalivenews | 08 Mar 2023, 11:29 am

দোহা, ৮ মার্চ ২০২৩ : কাতার সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশীদের তারা যে দেশের জন্য কাজ করেন, সেসব দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। আইনভঙ্গ করে কেউ কোন অপরাধে যুক্ত হলে বাংলাদেশ তাদের বাঁচাতে ন্যূনতম প্রচেষ্টাও চালাবে না বলে সতর্কবার্তাও উচ্চারণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বুধবার কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘কোন ব্যক্তির অপরাধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটা আর বরদাস্ত করা হবে না।’

তিনি বলেন, যে দেশে থাকবেন সে দেশের আইন মেনে চলতে হবে। যেমন- আপনি কাতারে আছেন, এদেশের যেটা প্রলিত আইন সেটা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে।

সরকার প্রধান বলেন, কেউ যদি এই আইন ভঙ্গ করেন বা আইন ভঙ্গ করে কোন অপরাধে জড়িয়ে পড়েন সেই দায় দায়িত্ব কিন্ত আমরা (সরকার) নেব না, কেউ নেবে না। যে দেশে অবস্থান করেন সেই দেশের আইন যদি না মানেন তাহলে সেদেশের প্রচলিত আইনে তার বিচার হবে এবং এটা সবাইকে মাথায় রাখতে হবে। কোন অপরাধির দায়িত্ব সরকার নেবে না।

তিনি বলেন, কেউ যদি কোন আপরাধে জড়িয়ে পড়েন তাহলে সেটা থেকে কিন্তু আমরা উদ্ধার করার কোন চেষ্টা করবো না, কোন ব্যবস্থাও নেব না, সেটা স্পষ্ট বলে দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, একজনের জন্য অন্য মানুষগুলো কষ্ট পায়। তাদের বিপদ হয়। সেজন্য আমরা প্রশিক্ষণ দিয়েই লোক পাঠাতে চাই। যে প্রশিক্ষণটাও অনেকে ঠিকভাবে নেন না। ট্রেনিংয়ের সময়কার টাকাটা নিয়ে অনেকে ঘুষ দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করেন মর্মে তথ্য রয়েছে বলেও জানান তিনি।

অন্তত সকলকে এই বার্তাটা পৌঁছে দেবেন এখানে কেউ যদি কোন অপরাধ করেন সেই অপরাধের দায় দায়িত্ব বাংলাদেশ নেবে না। এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই। কারণ, আমাদের এসব কথা শুনতে হয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং প্রবাসে লোক পাঠাবার যে সুযোগটা আমরা পাই সে সুযোগটাও হারিয়ে যায়। আরও ১০টি মানুষের কাজের যে সুযোগটা থাকে সেটা তারা পায় না। একটি মানুষের অপরাধের জন্য অন্য মানুষ শাস্তি পায়, বলেন তিনি।

সর্বশেষ শিরোনাম

বেলগোরদ: রুশ সীমান্তে গোলাবর্ষণে নিহত ২ Fri, Jun 02 2023

জাতিসংঘের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি Fri, Jun 02 2023

চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ Wed, May 31 2023

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক Sat, May 27 2023

কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ,অধিকতর জ্বালানি সরবরাহে শিগগিরই চুক্তি Thu, May 25 2023

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগদান প্রধানমন্ত্রীর Tue, May 23 2023

জি-৭: হিরোশিমায় বৌদ্ধ সন্ন্যাসীর বিক্ষোভ, বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিহার করার আহ্বান Sat, May 20 2023

চীনের তৈরি বেলুনের ধ্বংসাবশেষ খুঁজে পেল তাইওয়ান Tue, May 16 2023

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে যুক্তরাজ্য-বেলজিয়াম Mon, May 15 2023

রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন Sat, May 06 2023