World

মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 22 Sep 2023, 02:03 pm

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৩ : অধিক মাছ ধরা এবং অন্যান্য মানবিক কর্মকাণ্ডের কারণে ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে বিশ্বের মহাসাগর এবং নদীগুলো রক্ষায় মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার জেনারেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ট্রিটি ইভেন্ট এলাকার গ্রাউন্ড ফ্লোরে এ চুক্তি হয়। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি’র অধীনে এ চুক্তি সই হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাকে প্রধানমন্ত্রীর ব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চুক্তিতে সাধারণ ঐতিহ্য হিসেবে বর্ণিত জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণের কথা বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিজে শ্রেইনেমাচারের সঙ্গে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পাশাপাশি জলবায়ু গতিশীলতার ওপর প্রাতরাশ শীর্ষ সম্মেলন এবং ১৮তম এশিয়া সহযোগিতা সংলাপসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের ইভেন্টে অংশ নেন।

মোমেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বাকি দেশগুলোর জন্য রোল মডেল হয়ে উঠেছে। ধনী দেশগুলো মূলত কার্বন নির্গমনের জন্য দায়ী। এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অবদান মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ। ধনী দেশগুলোকে প্রতি বছর জলবায়ু তহবিলে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন করে না। তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে জলবায়ু তহবিল থেকে নামমাত্র অর্থ পেয়েছে। প্রতিশ্রুতি মেনে চলার জন্য ধনী দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার আবশ্যক।

এ সময় অন্যদের মধ্যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত Wed, Nov 29 2023

শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন Fri, Nov 24 2023

ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Wed, Oct 25 2023

বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে সহায়ক হবে তৃতীয় টার্মিনাল : জাপান Sat, Oct 07 2023

ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা যুক্তরাজ্যের হিন্দু সম্প্রদায়ের Mon, Oct 02 2023

মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব আইএমও-তে প্রশংসিত Sat, Sep 30 2023

কোনো দেশের স্যাংশনের পরোয়া করি না : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী Fri, Sep 29 2023

পক্ষ নিতে নয়, ভিসানীতির উদ্দেশ্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন : মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র Tue, Sep 26 2023

রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি না সরানোর আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 23 2023

মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী Fri, Sep 22 2023