World

চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ চীন
ছবি: টুইটার/AyishaMuhamad

চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

Bangladesh Live News | @banglalivenews | 31 May 2023, 10:10 pm

ইউনান, ৩১ মে ২০২৩ : চীনের ইউনান প্রদেশে মুসলমান অধ্যুষিত একটি বড় শহরে ঐতিহ্যবাহী একটি মসজিদের গম্বুজ পরিকল্পিতভাবে ভেঙে ফেলার ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নাগু শহরের নাজিয়াং মসজিদটি ত্রায়োদশ শতকে নির্মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে গত শনিবার ওই মসজিদের সামনে প্রচুর লোকজনকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিক্ষোভকারীদের আটকাতে সেখানে শতাধিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।

ইউনান দক্ষিণ চীনের একটি জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রদেশ, যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় মুসলমান জনসংখ্যা রয়েছে। চীন আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক দেশ এবং দেশটির সরকার দাবি করে, সেখানে সব ধর্মের চর্চায় স্বাধীনতা রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে গত কয়েক বছরে সুসংগঠিত ধর্মের বিরুদ্ধে দমনপীড়ন বেড়েছে। কারণ, বেইজিং পুরো দেশের উপর নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চাইছে।

বিবিসি জানায়, নাগু শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে নাজিয়াং মসজিদটি অন্যতম। সম্প্রতি বেশকিছু সংস্কারের মাধ্যমে মসজিদটি আরো বড় করা হয়ছে। নতুন একটি গম্বুজ তৈরির পাশাপাশি বেশ কয়েকটি মিনারও নির্মাণ করা হয়েছে। কিন্তু ২০২০ সালে চীনের একটি আদালত মসজিদের বর্ধিত অংশকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়।

আদালতের আদেশ পালনে স্থানীয় প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা বিক্ষোভ শুরু করে। ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সারি বেঁধে মসজিদের প্রবেশ পথ আটকে রাখে। এবং স্থানীয়দের একটি দল পুলিশের দিকে পাথর ছুড়ে মসজিদের ভেতর জোর করে প্রবেশের চেষ্টা করছে।

অন্য ভিডিওতে দেখা যায়, পুলিশ মসজিদ প্রাঙ্গন থেকে সরে যাচ্ছে, যাতে ভিড় করা লোকজন নাজিয়াং মসজিদে প্রবেশ করতে পারে। পরে রোববার তংহাই কাউন্টি পুলিশের পক্ষ থেকে নোটিস জারি করে আগামী ৬ জুনের মধ্যে বিক্ষোভকারীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাগু শহর তাংহাই কাউন্টির মধ্যে।

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং দেশটির ধর্মীয় নানা সম্প্রদায় এবং তাদের সমাজ ব্যবস্থার উপর আরো বেশি নিয়ন্ত্রণ চাইছে।

চীনে যে ৫৬টি আদিবাসী সম্প্রদায়কে বেইজিং স্বীকৃতি দিয়েছে তাদের একটি হুই সম্প্রদায়। হুইরা মূলত সুন্নি মুসলমান। চীনে প্রায় এক কোটি হুই মুসলমান রয়েছে। তাদের মধ্যে প্রায় সাত লাখের বাস দক্ষিণ-পশ্চিশের ইউনান প্রদেশে।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024