World

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোটদানে বিরত বাংলাদেশ-ভারত-চীন সহ ৩২ দেশ
নিউ ইয়র্ক, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এতে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ, ভারত, চীন সহ ৩২টি দেশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির আগের দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে ১৪১ ভোটে ওই প্রস্তাব পাশ হয়।
প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া এই সাতটি দেশ।
ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড সহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। দক্ষিণ এশিয়ার তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটানও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘে জান্তাবিরোধী জাতীয় ঐকমত্যের সরকারের (এনইউজি) প্রতিনিধিত্ব করা মিয়ানমারের ভোটও পড়েছে প্রস্তাবের পক্ষে।
অন্যদিকে, বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম ভোটদানে বিরত থেকেছে। সাবেক সোভিয়েত রাশিয়াভূক্ত তাজিকিস্তান, কিরগিজিস্তান, এবং উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
গত বছরের (২০২২) ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, এবং বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।