World

সুদান থেকে ভারতীয় ও বাংলাদেশিদের উদ্ধার করল সৌদি আরব সুদান
ছবি: উইকিমিডিয়া কমন্স/ফ্লিকর/Jason Patinkin (VOA) প্রতীকী ছবি

সুদান থেকে ভারতীয় ও বাংলাদেশিদের উদ্ধার করল সৌদি আরব

Bangladesh Live News | @banglalivenews | 25 Apr 2023, 11:51 pm

খার্তুম, ২৫ এপ্রিল ২০২৩ : খার্তুমসহ সুদান জুড়ে চলছে সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই। এমন পরিস্থিতিতে সুদান থেকে দূতাবাসকর্মী ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেকগুলো দেশ।

সৌদি আরব তাদের নাগরিকদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু মানুষকেও সুদানের বাইরে নিয়ে এসেছে।

সৌদি মোট ১৫৭ জনকে খার্তুম থেকে সরিয়ে এনেছে। এর মধ্যে ৯১ জন সৌদি নাগরিক। বাকি ৬৬ জন ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি ও অন্য দেশের নাগরিক। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয়দের সুদান থেকে নিয়ে আসার জন্য সৌদি আরবের সাহায্য চেয়েছিলেন।

গত কয়েকদিন ধরে চলা দুই বাহিনীর সংঘাতে কয়েক দফায় অস্ত্রবিরতির ঘোষণা এলেও কোনো পক্ষ তা মানেনি। এমনকি গেল শুক্রবার ঈদ উপলক্ষে শুরু হওয়া তিনদিনের অস্ত্রবিরতিও মানা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। কয়েক হাজার আহত হয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। 

জাতিসংঘ বলছে, ২০ হাজারের বেশি লোক, যাদের বেশির ভাগই নারী ও শিশু সুদান থেকে শাদে আশ্রয় খুঁজছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোববার ঘোষণা করেছে যে, তারা নিজেদের কূটনীতিকদের সুদান থেকে সরিয়ে নিয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ অন্যান্য দেশগুলোও এই তালিকায় রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ‘দ্রুত ও পরিচ্ছন্ন’ অপারেশনের মাধ্যমে রোববার তিনটি চিনুক হেলিকপ্টার দিয়ে প্রায় ১০০ জনকে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে খার্তুমে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে।

যুক্তরাজ্য সরকার ব্রিটিশ কূটনীতিক এবং তাদের পরিবারকে সুদান থেকে সরিয়ে আনার প্রক্রিয়াকে একটি ‘জটিল ও দ্রুত’ অপারেশন হিসেবে বর্ণনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেছেন, সুদানে অবশিষ্ট ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া ‘গুরুতরভাবে সীমিত’।

আরও কয়েকটি দেশ রোববার তাদের নাগরিক ও কূটনীতিকদের সুদান থেকে সরিয়ে নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন যে, রোববার একটি প্লেনে করে সুদানে অবস্থান করা ফরাসি নাগরিক ও অন্যরা জিবুতিতে পৌঁছেছে। ওই প্লেনে কয়েকজন ডাচ নাগরিকও ছিলেন।

জার্মানির সেনাবাহিনী জানিয়েছে, তিনটি প্লেনের মধ্যে প্রথমটি ১০১ জন যাত্রী নিয়ে জর্ডানের উদ্দেশ্যে সুদান ছেড়েছে।

ইতালি ও স্পেন তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। স্প্যানিশ মিশনে আর্জেন্টিনা, কলম্বিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, ভেনিজুয়েলা এবং সুদানের নাগরিকরাও ছিলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার সরকার তাদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংঘর্ষে চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। কয়েক হাজার আহত হয়েছেন।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024