World

আঙ্কারার সড়কে বঙ্গবন্ধুর ভাস্কর্য তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য
ছবি: সংগৃহিত তুরস্কের অভিজাত সড়কে নজর কাড়ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

আঙ্কারার সড়কে বঙ্গবন্ধুর ভাস্কর্য

Bangladesh Live News | @banglalivenews | 22 Feb 2022, 07:03 pm

আঙ্কারা, ২২ ফেব্রুয়ারি ২০২২: তুরস্কের রাজধানী আঙ্কারায় সুন্দর আর মনোমুগ্ধকর একটি সড়ক। নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক’। সড়কটির গুরুত্বপূর্ণ মোড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য। এর নিচে শ্বেতপাথরে তার্কিশ ভাষায় খোদাই করে লেখা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যিনিই যাতায়াত করছেন তিনি যেমন সড়কের সৌন্দর্য উপভোগ করছেন তেমনি চোখ আটকে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে।

এ দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। বিশেষ করে বাঙালিরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। নিরিবিলি খানিকটা সময় কাটান।

তুরস্কে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, স্বাধীনতার পঞ্চাশ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপােরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের প্রচেষ্টায় এই আবক্ষ ভাস্কর্য স্থাপন করেছে আঙ্কারা সিটি করপোরেশন। এটি তৈরি করেছেন তুরস্কের বিখ্যাত ভাস্কর মের্ট কিলিন। গত বছরের ১৩ ডিসেম্বর আবক্ষ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। এখন আঙ্কারা শহরে এটি খুবই পরিচিত। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে মোড়টি পরিচিতি পেয়েছে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে।

এর আগে ১৯৯৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই সড়কের নামকরণ করে আঙ্কারা সিটি করপোরেশন। একই সময়ে ঢাকার বনানীতে তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের নামে একটি সড়কের নামকরণ করে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন। এছাড়া গত বছরের ১৩ ডিসেম্বর আঙ্কারার পাহাড়ি আবাসিক এলাকা কেসিওরানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্কও উদ্বোধন করা হয়। এখন ঢাকার বনানী পার্কের নাম পরিবর্তন করে কামাল আতাতুর্কের নামে নামকরণের প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখো পর্যটক তুরস্কে বেড়াতে যান। তারা যেন ভাস্কর্য, সড়ক এবং পার্ক দেখে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন, সে চিন্তা থেকেই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে আঙ্কারা সিটি করপোরেশনকে প্রস্তাব দেই। বিনিময়ে তারাও ঢাকার কামাল আতাতুর্ক সড়কে তাদের জাতির পিতার ভাস্কর্য স্থাপনে আগ্রহ দেখায়। এছাড়া কামাল আতাতুর্কের নামে একটি পার্ক করার আহ্বান জানায়। এ সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে ডিএনসিসির একটা চুক্তি হয়েছে। এভাবে বিশ্বের সব দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছড়িয়ে দিতে চাই। নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে চাই।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024