World

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে সেমিনার অনুষ্ঠিত ইউকে পার্লামেন্ট
ছবি: সংগৃহিত

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে সেমিনার অনুষ্ঠিত

Bangladesh Live News | @banglalivenews | 22 Jul 2023, 08:54 pm

লন্ডন, জুলাই ২২: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্যানেলিস্টরা কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ পার্লামেন্টারি বোর্ডের সভাপতি বব ব্ল্যাকম্যান এমপির উদ্যোগে এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ডেপুটি চেয়ার সুজিত সেনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

১৮ জুলাই, লন্ডন সময় বিকাল ৫ টায় পার্লান্ট হাউস কমিটি রুম ৯-এ সেমিনারে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, শিক্ষাবিদ, আন্তর্জাতিক উন্নয়ন গবেষক এবং ব্রিটিশ মাল্টিকালচারাল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে, পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের মন্ত্রী রাইট মাননীয় মেরি ট্রেভেলিয়ন এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়নের প্রশংসা করেন।

রাইট মাননীয় জেন হান্ট এমপি, বীরেন্দ্র শর্মা এমপি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা।

মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সাবেক মন্ত্রী তারানা হালিম এমপি, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক।

রিডার ইন মার্কেটিং অ্যান্ড অ্যাসোসিয়েট হেড (ট্রিটি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন) ব্রুনেল বিজনেস স্কুল ড. বিদিথ দে, ব্রুনার স্কুলের সহযোগী অধ্যাপক বিজনেস অ্যান্ড ইমপ্যাক্ট স্পেশালিস্ট ড. ব্রায়ান ম্যাকিনটোশ, প্রফেসর ড. ওকসানা গ্রু হেড অফ বিজনেস ব্রুনাল স্কুল, ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া প্রমুখ।

সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান তার বক্তব্যে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, আন্তর্জাতিক বাণিজ্য, মাথাপিছু আয় এবং সরকারের গৃহীত বিভিন্ন মেঘা প্রকল্প এবং সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন।

তরনা হালিম এমপি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা, বাংলাদেশের স্থপতিকে নিজ পরিবারে হত্যা করে দেশবিরোধীরা বাংলাদেশকে ফিরিয়ে নিতে চেয়েছিল। আল্লাহ না করুন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হানিয়াকে আল্লাহ রক্ষা করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশে দারিদ্র্য থাকবে না।

বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্বের ৫২ বছরের ইতিহাস তুলে ধরে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক চমৎকার।

সেই বন্ধুত্বের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ মিশন চালু করেছে বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ অ্যাওয়ার্ড।

সেমিনারের আয়োজক বব ব্ল্যাকম্যান এমপি বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়- এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে এশিয়ার অন্যতম ধনী দেশ। আর তা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গহর জিজভী উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি বলে সেমিনারের অন্যতম সহকারী সুজিত সেন জানান।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024