World

আফগানিস্তান সংকট: তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান তালেবানদের সাথে প্রথম আলোচনা করেছেন তুরস্ক-তালেবান
twitter.com/tcbestepe তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান

আফগানিস্তান সংকট: তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান তালেবানদের সাথে প্রথম আলোচনা করেছেন

Bangladesh Live News | @banglalivenews | 27 Aug 2021, 11:31 pm

আঙ্কারা/কাবুল, আগস্ট ২৭: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান শুক্রবার বলেছেন, তুরস্ক কাবুলে তালেবানদের সাথে প্রথম আলোচনা করেছে।

এএফপি জানায়, আঙ্কারা এখনো আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় সহায়তা প্রদানের জঙ্গি গোষ্ঠীর প্রস্তাবের মূল্যায়ন করছে।

তুরস্কের এই নেতা বলেন, কাবুল বিমানবন্দরের একটি সামরিক কেন্দ্রে আলোচনা হয়েছে, যেখানে তুরস্কের দূতাবাস সাময়িকভাবে কাজ করছে।

এএফপির উদ্ধৃতি দিয়ে এরদোগান বলেন, "আমরা তালেবানদের সাথে আমাদের প্রথম আলোচনা করেছি, যা ৩.৫ ঘন্টা ধরে চলবে।" "প্রয়োজনে আমরা আবার এই ধরনের আলোচনা করার সুযোগ পাব।"

তুরস্ক ন্যাটোর সদস্য, এবং গত ছয় বছর ধরে জোটের মিশনের অংশ হিসাবে আফগানিস্তানে শত শত সৈন্য ছিল।

তালেবানদের সাথে দেশটির সম্পৃক্ততা নিয়ে দেশীয় সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোগান বলেন, আঙ্কারার অস্থিতিশীল অঞ্চলে অটল থাকার মতো "বিলাসিতা" নেই।

"আপনি জানতে পারবেন না তাদের প্রত্যাশা কী বা কথা না বলে আমাদের প্রত্যাশা কী। কূটনীতি কি, বন্ধু? এটা কূটনীতি," এরদোগান বলেন।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024