Bangladesh

"Gulshan incident chargesheet in 10 days"

Bangladesh Live News | @banglalivenews | 28 Jun 2018, 05:46 am
ঢাকা, জুন ২৮ঃ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আশা প্রকাশ করেছেন যে আগামী ১০ দিনের মধ্যে গুলশান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে এই বিষয়টি বলেন উনি।
 
 
আগামী ১ জুলাই এই ঘটনার দুই বছর পূর্তি হবে।
 
 
সাংবাদিকদের মিয়া বলেনঃ "এই মামলাটির তদন্ত করতে গিয়ে কাউন্টার টেরিজম ইউনিট অনেক তথ্য পেয়েছে।"
 
 
"এটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তদন্ত একেবারে শেষ পর্যায়ে । সাত থেকে দশ দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে," উনি বলেন।
 
 
২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশ ঢাকা শহরের গুলশান অঞ্চলে হলি 
 
 
আর্টিজান বেকারিতে জঙ্গিহাম্লার ঘটনায় ২০ জন ব্যাক্তি প্রান হারান।
 
 
মৃতদের মধ্যে ১৭ জন বিদেশি নারগিক ছিলেন।
 
 
সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে  এই জঙ্গি হামলার ঘটনার শেষ হয়ে ২ জুলাই।
 
 
 নব্য জেএমবির পাঁচ জঙ্গি এই অভিযানে প্রান হারান।
 
 
গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে  পুলিশ তিনটি মামলা করেছিল।