Bangladesh

চার সন্দেহভাজন হুজি সদস্য গ্রেপ্তার
ঢাকা, অক্টোবর ২৮- পুলিশ শুক্রবার জানিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এর সন্দেহভাজন চার সদস্যকে গাজীপুর থেকে অভিযানের সময় গ্রেপ্তার করেছে।
পুলিশ দাবি করেছেন যে আটকের সময় তাদের থেকে ককটেল, পেট্রলবোমা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ শুক্রবার জানান নান্দুয়ানের একটি বাড়িতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
চারজনের পরিচয় হল মো. খায়রুল ইসলাম, গোলাম কিবরিয়া খান, মো. আমিনুল হক ও মো. শহিদ উল্লাহ, জানায় পুলিশ।