Bangladesh

 আমৃত্যু কারাদণ্ডের সাজা পেল জব্বার

আমৃত্যু কারাদণ্ডের সাজা পেল জব্বার

| | 24 Feb 2015, 02:04 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২৪- মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ে তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন।

জব্বারের বয়স বিবেচনায় করে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

 

ওনার বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাঁর মাঝে চারটির (১, ২, ৩ ও ৫ ) জন্য ওনাকে ট্রাইব্যুনাল-১ আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে।

 

অন্যদিকে, ৪ নম্বর অভিযোগের জন্য পলাতক জব্বারকে ২০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

জব্বারের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।

 

এই নেতা গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, জোরপূর্বক মানুষকে ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করবার মতো মানবতাবিরোধী অপরাধ করবার জন্য, ওনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এই রায় দিয়েছে।