Bangladesh

 শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

| | 14 Oct 2016, 02:08 pm
ঢাকা, অক্টোবর ১৪ঃ শুক্রবার বৈঠকের সময় বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই দেশের জাতীয় সংসদের সাথে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সম্পর্ক আরও নিবিড় করতে প্রস্তাব দিয়েছেন।

হোটেল লো মেরিডিয়ানে স্পিকারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল চীনের নেতার সাথে সাক্ষাৎ করেন অ বৈঠকে বসেন।


বৈঠকের পরে, স্পিকার সাংবাদিকদের বলেনঃ "আমাদের আলোচনায় যেটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে, ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়না এবং আমাদের জাতীয় সংসদের মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করা।"


স্পিকার বলেন উনি মনে করেন যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিনিময়ের মাধ্যমেই দুই দেশের  রাজনৈতিক ব্যবস্থা ও আইনসভার বিষয়গুলি আর ভালোভাবে জানা যাবে।

 

শি জিনপিং আজকে বাংলাদেশে নিজের সফরের জন্য পৌঁছান।

 


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধান্মন্ত্রি শেখ হাসিনার সাথে উনি বৈঠক করেছেন।

 

বাংলাদেশের সফর শেষ করে উনি ভারতে যাবেন।