Bangladesh

সামুদ্রিক বন্দরগুলিকে সিগনাল ৩ উত্তোলন করার নির্দেশ

সামুদ্রিক বন্দরগুলিকে সিগনাল ৩ উত্তোলন করার নির্দেশ

| | 26 May 2013, 06:29 am
ঢাকা, এপ্রিল ১৭: বাংলাদেশের তিনটি সামুদ্রিক বন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত উত্তোলিত রাখতে।

 বাংলাদেশ সরকারের তরফ থেকে সতর্ক করা হয় যে উত্তর বঙ্গোপসাগর ও সংযুক্ত সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে কালবৈশাখী আছড়ে পড়তে পারে।

 
চট্টগ্রাম, কক্স বাজার ও মঙ্গলা সামুদ্রিক বন্দরগুলিকে সতর্কিত করা হয়েছে, জানায় আবহাওয়া দপ্তর।
 
উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নির্দেশ দেওয়া হয়েছে উপকূলের কাছে আসতে ও সাবধানতা অবলম্বন করতে যতক্ষণ না সরকারের তরফ থেকে পরবর্তী বিবৃতি আসছে।     
 
 প্রসঙ্গত, এক মহিলার মৃত্যু হয় যখন কালবৈশাখীতে ভোলা জেলার লালমোহন
 উপজেলায় একটি মাটির বাড়ি ভেঙ্গে পড়ে মঙ্গলবার রাতে।
 
মৃতার নাম তাহেরা বেগম, ৬৫।টি
 
তিনি ভেদুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 
লালমোহন থানার ওসি মিজানুর রহমান জানান মঙ্গলবার রাত ১০টা নাগাদ ধলিগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ওপর কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে।
 
এক ঘণ্টার ঝড়ে ৩০টি খড়ের চালের বাড়ি ভেঙ্গে যায় ও অনেক গাছ উৎপাটিত হয়।