Bangladesh

নরসিংদীঃ ট্রলার ডুবে ৯ মৃত, নিখোঁজ ১০
ঢাকা, জুলাই ২৩- শনিবার নরসিংদীর আড়িয়াল খাঁ নদে একটি ট্রলার ডুবে যাওয়ায় নয়জন প্রান হারিয়েছেন, জানায় পুলিশ।
এই ঘটনায় নিখোঁজ আছেন ১০জন ব্যাক্তি।
এখন পর্যন্ত সাতজন নিহতের পরিচয় জানা গেছে।
এনারা হলেন ইয়াছিন, মাজেদার নেছা,জেরি্ন, মার্জিয়া, খাতুন, রাকিবুল ও সম্রাট, জানায় পুলিশ।
পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে উপজেলার জংলী শিবপুর ব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আজকে এই ট্রলারটি প্রায় শতাধিক যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গনি শাহর মাজারে যাচ্ছিল যখন এই দুর্ঘটনাটি ঘটে।
রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজার ঘাট থকে ট্রলারটি যাত্রা শুরু করেছিল।
ছয় সদস্যের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যাক্তিদের খুজে বার করবার চেষ্টা করছেন।
Image: Google