Bangladesh

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চুক্তি স্বাক্ষর হল
ঢাকা, মে ৪- নতুন এক ইতিহাস সৃষ্টি করে বুধবার বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি সই হয়েছে।
চুক্তিগুলি স্বাক্ষর হল বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং সড়ক যোগাযোগবিষয়তে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর মধ্যে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকের সময় চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানানঃ " “টেররিজম এবং এক্সট্রিম ভায়লেন্সের বিষয়ে দুদেশের পলিসির প্রচুর মিল আছে।"
উনি বলে দুই দেশের প্রধানমন্ত্রী এই দুটি বিষয় জিরো টলারেন্সের পদক্ষেপের কথার উল্লেখ করেছেন।
কুয়েতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন।