Bangladesh

রনির সম্পত্তি আবার তদন্ত করা হবে
ঢাকা, অগাস্ট ২০: দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার জানায় যে আওয়ামী লীগ সাংসদ মোঃ গোলাম মউলা রনির সম্পত্তি পুনরায় তদন্ত করে দেখা হবে।
জুলাই ৩০শে রনির সম্পত্তির একটি বিবৃতি কমিশনে জমা দেন ডেপুটি ডাইরেক্টর তালেদার রহমান।
জুন ২০১২তে কমিশন অভিযোগ করে যে রনি সরকারি জমির ওপর তাঁর একটি বাড়ি নির্মাণ করেছেন।