Bangladesh

জামাতের রেজিস্ট্রেশন অবৈধঃ ব্যারিস্টার

জামাতের রেজিস্ট্রেশন অবৈধঃ ব্যারিস্টার

| | 26 May 2013, 06:32 am
ঢাকা, এপ্রিল ১৮: নির্বাচন কমিশন অবৈধভাবে জামাত-এ-ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছে, অভিযোগ করেন ব্যারিস্টার তানিয়া আমির।

 তানিয়া বৃহস্পতিবার হাই কোর্টে এই অভিযোগ করেন।

 
এই দিন  জামাতের রাজনৈতিক দল হিসেবে বৈধতা নিয়ে একটি পিটিশনের শুনানির তৃতীয় দিন ছিল।
 
 তানিয়া পাকিস্তানের উদাহারণ দিয়ে বলেন সেখানকার নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে ধর্মকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যাবহার করতে নিষিদ্ধ করেছে যদিও সেই দেশে ধর্মনিন্দার বিরুদ্ধে একটি আইন আছে।
 
"কিন্তু বাংলাদেশে জামাতের রেজিস্ট্রেশন করা আছে যদিও এরা ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যাবহার করে," তানিয়া বলেন।
 
পরে হাই কোর্টের বেঞ্চ - জাস্টিস এম মোয়াজ্জাম হোসেন, জাস্টিস এনায়েতুর রহিম ও কাজী রেজা-উল হক - শুনানি এপ্রিল ২৩ পর্যন্ত মুলতুবী করেন।
 
বাংলাদেশ তারিকাত ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরি জানুয়ারি ২৫, ২০০৯-এ ও আরো ২৪জন জামাতের রেজিস্ট্রেশনের বৈধতার প্রশ্ন তুলে একটি পিটিশন দায়ের করেন।