Bangladesh

দুই বাসের সংঘর্ষে ৫০ আহত

দুই বাসের সংঘর্ষে ৫০ আহত

| | 27 Oct 2016, 08:59 am
ঢাকা, অক্টোবর ২৭- বৃহস্পতিবার পুলিশ জানিয়েছেন যে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী দুটি বাস সংঘর্ষ ঘটে উল্টে যাওয়ার ফলে আন্তত ৫০জন ব্যাক্তি আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি  রাত সাড়ে ১১টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনাটি ঘটে, পুলিশ।

দুর্ঘটনাটি শ্যামলী ও মামুন পরিবহনের বাসের মধ্যে ঘটে।
সিলেত ছেড়ে আসার পর থেকে বাসের চালক দুইজন  প্রতিযোগিতা করে ঢাকার পথে যাচ্ছিলেন ও এক সময় সংঘর্ষ ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।