Bangladesh

বিষ খেয়ে ২০০ পাখি মৃত; চোরাশিকারি মুক্ত

বিষ খেয়ে ২০০ পাখি মৃত; চোরাশিকারি মুক্ত

| | 25 May 2013, 03:23 pm
ঢাকা, জানুয়ারি ৩: এক চোরাশিকারি বুধবার বিষ খাইয়ে ২০০-র বেশী পাখি মেরে ফেলে কাওয়ার চর সংরক্ষিত অরণ্যে, পুলিশ জানায় বৃহস্পতিবার।

 স্থানীয় মানুষ চোরাশিকারি বাহাউদ্দিনকে (৩৫) পাখিসমেত ধরে ফেলে কিন্তু বন বিভাগের কর্মীরা তাকে পুলিশের হাতে না দিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ।

 
বাহাউদ্দিন বুধবার সকালে মাছে বিষ মিশিয়ে বনে ছড়িয়ে দেয় যা খেয়ে অনেক পাখি তাদের ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সে তখন সেই পাখিগুলিকে বস্তায় ভরে নিয়ে পালায়।
 
"বস্তাবন্দী প্রায় ২০০-ওপর পাখি মারা যায়। আমরা বাহাউদ্দিনকে ধরে বন বিভাগে খবর দি তাকে গ্রেফতার করার জন্য। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়," এক প্রত্যক্ষদর্শী, মিরাজ, জানায়।
 
গঙ্গামতি সংরক্ষিত অরণ্যের বিট অফিসার রেযাউল করিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কিন্তু বাহাউদ্দিনকে কেন ছেড়ে দেওয়া হল সে বিষয়ে কিছু জানান না।