Bangladesh

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল ছাড়েন জাস্টিস নিজামুল
ঢাকা, ডিসেম্বর ১১: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ সভাপতি জাস্টিস নিজামুল হক নাসিম তাঁর পদ থেকে ইস্তফা দেন।
তাঁর সাথে এক নির্বাসিত আইনজ্ঞের স্কাই পিতে ট্রাইবুনালের কার্যকলাপ নিয়ে কথোপকথন প্রকাশিত হবার পর তিনি পদত্যাগ করেন।
মঙ্গলবার দ্যা ডেলি স্টারকে আইন মন্ত্রী শাফিক আহমেদ জানানঃ "নিজামুলের পদত্যাগ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবে না।"
"আমরা আশা করি বুধবার সরকার তাঁর জায়গায় নতুন জজ নিয়োগ করবেন," তিনি বলেন।
অন্যদিকে, বিরোধীপক্ষ বিএনপি বলে বিচারবিভাগীয় রীতিনীতি লঙ্ঘনের জন্য নিজামুলকে আদালতের বিচারের সম্মুখীন হওয়া উচিত।