Bangladesh

মারা গেলেন মুফতি আমিনি

মারা গেলেন মুফতি আমিনি

| | 25 May 2013, 02:50 pm
ঢাকা, ডিসেম্বর ১২: ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফাযলুল হাক আমিনি মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকার ইবন সিনা হাসপাতালে।

 আমিনি ২০০২-২০০৭ একজন সাংসদ ছিলেন। তিনি ঢাকার জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগের ভাইস চ্যান্সেলরও ছিলেন।

 
২০০১-এ সংসদীয় নির্বাচনে ইসলামি ঐক্য জোট, বিএনপির সাথে জোট বেঁধে ৩০০-র মধ্যে ২টি সিট জিতেছিল।