Bangladesh

সাভার ভবনধসঃ আরেকটি দেহ উদ্ধার

সাভার ভবনধসঃ আরেকটি দেহ উদ্ধার

| | 26 May 2013, 07:02 am
ঢাকা, এপ্রিল ৩০: উদ্ধারকারীরা মঙ্গলবার সাভারে ভবনধসের ধ্বংসাবশেষ থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করে।

 এই নিয়ে, এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৮৫। 

 
ইতিমধ্যে, ঢাকা-অরিছা হাইওয়ে, যেটি উদ্ধারকার্যের সুবিধার জন্য এপ্রিল ২৪ তারিখ থেকে বন্ধ রাখা হয়েছিল, মঙ্গলবার জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়।
 
"মানুষের ভোগান্তি দূর করতে আজ সকাল থেকে দুটি লেনের মধ্যে একটি, যেটি ভবনধসের স্থানের ঠিক বিপরীতে, খুলে দেওয়া হয়েছে," জানান ঢাকা জেলার পুলিশ-অধীক্ষক হাবিবুর রহমান।
 
 কিন্তু মঙ্গলবার হাইওয়েতে যানচলাচল ব্যাহত হয় পুলিশ ও কর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে। কিছু বস্ত্র শ্রমিক সকাল থেকে রানা প্লাজার মালিক সহেল রানার জন্য ফাঁসির দাবীতে আন্দোলন শুরু করে। পুলিশ তাদের বাধা দিলে দুই দলের মধ্যে সামান্য হাতাহাতি হয়।
 
সকাল আটটা নাগাদ উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচে থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে, জানান সাভার থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ হরিশ শিকদার।
 
গত বুধবার সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল।  
 
 নয় তলা রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।
 
এই ঘটনায় ভবনটির মালিক সহেল রানাকে রবিবার দুপুরে গ্রেফতার করা হয় যশোরের বেনাপোল থেকে।