Bangladesh

২০টি বস্ত্র কারখানা বন্ধ; ৫০ আহত

২০টি বস্ত্র কারখানা বন্ধ; ৫০ আহত

| | 26 May 2013, 10:37 am
ঢাকা, মে ২৫: বস্ত্র শ্রমিকদের আন্দোলনের মধ্যে কুড়িটি বস্ত্র কারখানা শনিবার বন্ধ হয়ে যায় আশুলিয়ার টঙ্গীবাড়ি এলাকায়।

 এই আন্দোলনে আহত হয় ৫০জন।

 
আশুলিয়া থানার ওসি বদরুল আলম জানান ন্যাচারাল ডেনিম বস্ত্র কারখানার কর্মীরা শনিবার তাদের প্রতিবাদ প্রদর্শন করে সরকারকে তাদের নানান দাবী মানাবার জন্যে চাপ দিতে।
 
"পুলিশ তাদের ভিড় হাটাতে গেলে পুলিশের সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে ও পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা শুরু করে ও কাঁদুনে গ্যাস ছোঁড়ে," জানান আলম।
 
"এই হাতাহাতিতে ৫০জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে," তিনি বলেন।