Bangladesh

সংসদে বিএনপির ওয়াক আউট

সংসদে বিএনপির ওয়াক আউট

| | 04 Jun 2013, 12:45 am
ঢাকা, জুন ৩: ৮৩টি সিটিং-এর পর সংসদে ফেরার কিছু ঘণ্টা পরেই বিরোধীপক্ষ বিএনপির সাংসদেরা ওয়াক আউট করে র‍্যালি ও মিছিল নিষিদ্ধ করার আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে।

 মে ১৯ তারিখে গৃহমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এক মাসের জন্য সারা বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজনৈতিক সমাবেশ ও মিছিলের ওপর।                

 
"এই ঘোষণার জন্যে গৃহমন্ত্রীর উচিত সবার সামনে ক্ষমা চাওয়া," বিএনপির সংসদ মৌদাদ আহমেদ জানান।
 
"আওয়ামী লীগ সারা জীবনের জন্যে ক্ষমতায় থাকবে না; আমরাও সারা জীবনের জন্যে বিরোধী হয়ে থাকব না," তিনি বলেন।
 
 জাতীয় সংসদের বাজেট অধিবেশন সোমবার শুরু হয় নতুন নিযুক্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দ্বারা।
 
বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহীথ ২০১৩-২০১৪-র জাতীয় বাজেট পেশ করবেন জুন ৬-এ ও সংসদ সেটি পাস করবে জুন ৩০-এ।
 
এটি আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট।
 
সংসদ চলবে জুলাই ৩ পর্যন্ত।