Bangladesh

\

\"খালেদা ভারতের সাথে অমীমাংসিত বিষয়ে আলোচনা করেন\"

| | 25 May 2013, 01:11 pm
ঢাকা, নভেম্বর ৭: বাংলাদেশ ন্যাশানালিশট পার্টি (বিএনপি ) জানায় তাদের প্রধান নেত্রী খালেদা জিয়া ভারতে গিয়ে দুই দেশের মধ্য অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেন.

 মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য তারিকুল ইসলাম জানান খালেদা ভারতীয় রাজনৈতিক নেতাদের সাথে বাংলাদেশের স্বার্থ এবং অধিকার নিয়ে কথা বলেছেন।

 
"ভারত আমাদের কথা শুনেছে ও আমাদের সাথে সন্মতি জানিয়েছে। এখানেই আমাদের সফলতা," তিনি বলেন।
 
"আমাদের ভারতের পাশে থাকতে হবে এবং ভারতকেও আমাদের সাথে হাথ মেলাতে হবে," ইসলাম বলেন। 
 
ইসলাম জানান খালেদার ভারত সফরের তাঁর দলের ক্ষমতায় আসার চেষ্টার সাথে কোন যোগাযোগ নেই।
 
ইসলাম একথা জানান যখন তাঁকে প্রশ্ন করা হয় যে বিএনপি সীমানা হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকবে কিনা ও খালেদা ভারতের সাথে এই নিয়ে কথা বলেছেন কিনা।
 
সাংবাদিক বৈঠকটি আয়োজিত হয় খালেদার অক্টোবর ২৮ থেকে নভেম্বর ৩ পর্যন্ত চলা ভারত সফরের ফলাফল জানাতে।
 
এটি খালেদার প্রথম ভারত সফর ছিল বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী হিসেবে।
 
বিএনপিকে তার ভারতবিরোধী মানসিকতার জন্য জানা হয়।
 
খালেদার ভারত সফর এই মানসিকতাইয় পরিবর্তন আনতে কিনা জিজ্ঞেস করতে ইসলাম জানান দলের নীতি এই বিষয়ে অপরিবর্তিত থাকবে।
 
তিনি জানান খালেদা ভারতকে কথা দিয়েছেন যে বাংলাদেশ তার মাটিতে কোন বিদ্রোহী দলকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেবে না।
 
খালেদা ভারতীয় নেতাদের থেকেও সমান প্রতিশ্রুতি চান।
 
ইসলাম বলেন ট্রানজিট ইস্যু নিয়ে খালেদা-ভারত সরকারের কোন কথা হয় নি, যদিও পারস্পরিক সুবিধার জন্য বৃহত্তর সংযোগ নিয়ে তাঁরা কথা কথা বলেছেন।