Bangladesh

ঢাকায় পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ

ঢাকায় পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ

| | 26 May 2013, 04:09 am
ঢাকা, মার্চ ২৬: অপরিচিত দুষ্কৃতীরা মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করে।

 এই ঘটনা ঘটে বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোটের ডাকা ৩৬-ঘণ্টার হরতালের আগের দিন।

 

আইনরক্ষকরা চারজনকে আটক করে যখন তারা একটি বাসে আগুন লাগাবার চেষ্টা করে ফার্মগেটে দুপুর আড়াইটে নাগাদ, জানান তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান।

 

গ্রেফতারিত ব্যাক্তিরা হলেন - মাহতাব হোসেন, জাহিদ হোসেন, অরিফুল ইসলাম ও মশিউর রহমান। 

 

হাসান জানান মাহতাব, জাহিদ ও অরিফুল ছাত্র।  

 

এই হিংসাত্মক অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই।

 

মঙ্গলবার বিকেল থেকেই ঢাকায় আর্ধাসামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে পুলিশকে হরতাল সংক্রান্ত আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য।

 

বর্ডার গার্ড বাংলাদেশের অধিকর্তাদেরও ঢাকার বাইরে নিয়োগ করা হতে পারে যদি জেলা প্রশাসকদের প্রয়োজন হয়, জানান বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ আধিকারিক মুহাসিন রেজা।

 

 দুষ্কৃতীরা মঙ্গলবার ঢাকা সিটি কলেজ, নিউ মার্কেট, সেগুনবাগিচা ও মিরপুর-১ এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ করে।

 

ঢাকা সিটি কলেজের সামনে মিরপুর রোডে একটি বাসে অগ্নিসংযোগ করা হয় সকাল সাড়ে এগারোটা নাগাদ, দমদল বাহিনীর কর্মীরা।

 

মোহাম্মদপুর ও পলাশি দমকল দপ্তর থেকে দুটি বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ও অগ্নি নির্বাপিত করে।

 

দুষ্কৃতীরা একটি পিক-আপ ভ্যানে আগুন লাগায় নিউ মার্কেট থানার সামনে দুপুর দেড়টা নাগাদ, জানায় পুলিশ।

 

একটি ট্যাক্সিতে নিউ নিউ মার্কেটের এক নম্বর গেটের কাছে আগুন লাগানো হয় দুপুর তিনটে নাগাদ।

 

অপরাধীরা একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগায় সেগুনবাগিচায় এসিসি অফিসের কাছে দুপুর সাড়ে তিনটে নাগাদ।

 

 মিরপুরে দুষ্কৃতীরা একটি বাসে আগুন লাগায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।   

 

বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোট একটি ৩৬-ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বুধবার থেকে তাদের গ্রেফতারিত নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে ও সরকারের দ্বারা পরিচালিত "গণহত্যার" প্রতিবাদে।

 

বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা করেন সোমবার ঢাকার নয়াপল্টনে দলের সদর দপ্তরে এক সাংবাদিক সন্মেলনে।