Bangladesh

চলে গেলেন ডা. এম আর খান

চলে গেলেন ডা. এম আর খান

| | 05 Nov 2016, 07:41 am
ঢাকা, নভেম্বর ৫- জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শনিবার বিকেল ৪টা ২৫ উনি মারা গেছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

ওনার মৃত্যু ঘটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৮।

 

বার্ধক্যজনিত নানা জটিল রোগে গত বেশ কিছু মাস ধরে উনি ভুগছিলেন।