Bangladesh

আত্মসমর্পণ করলেন নিহত পুলিশ কর্মীর কন্যা
ঢাকা, অগাস্ট ১৭: নিহত এক পুলিশ কর্মীর কন্যা ঐশী রহমান শনিবার অপরাহ্নে পল্টন থানায় আত্মসমর্পণ করেন।
ঐশী শুক্রবার সকাল থেকে লুকিয়ে ছিলেন।
তিনি অক্সফোর্ড আন্তর্জাতিক স্কুলের \'ও\' লেভেলের ছাত্রী।
তিনি এখন পুলিশের গোয়েন্দা শাখার হেফাজত রয়েছেন।
ঐশীর পিতা ও স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান, ৪৮, এবং মাতা স্বপ্না রহমানকে, ৪০, তাদের চামেলিবাগের বাড়িতে শুক্রবার মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের অজ্ঞাতপরিচয় খুনিরা কুপিয়ে হত্যা করে।