Bangladesh

চট্টগ্রামে ভূমিকম্প

চট্টগ্রামে ভূমিকম্প

| | 25 May 2013, 01:23 pm
চট্টগ্রাম, নভেম্বর ১১: চট্টগ্রামে ও তার আশপাশের অঞ্চলে রবিবার সকালে ভূমিকম্প হয়।

 রিখটার স্কেলে কম্পনের পরিমাপ ছিল ৬.৬।

এই মুহূর্তে কম্পনের কারণে কোন হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর নেই।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ময়ানমারের সীমানা অঞ্চল, ঢাকা সিস্মিক অবসারভেটোরি সেন্টার থেকে ৫০৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্প সকাল ৭.১২.৪৬য় শুরু হয় ও ১৫ সেকেন্ডে থেমে যায়।