Bangladesh

ঢাকায় আবার শিবিরের মিছিল, সংঘাত

ঢাকায় আবার শিবিরের মিছিল, সংঘাত

| | 25 May 2013, 03:21 pm
ঢাকা, জানুয়ারি ৩: ইসলামি ছাত্র শিবিরের সদস্যেরা বৃহস্পতিবার ঢাকায় হঠাৎ করে মিছিল বের করে ও দুটি আলাদা অঞ্চলে ককটেল বোমা ফাটায়।

 পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে গেলে তারা তাদের ওপরও হামলা করে।

 
বাংলাদেশ জামাত-এ-ইসলামির ছাত্র সংগঠন বৃহস্পতিবার মহাখালি ও ইত্তেফাক ইন্টারসেকশান থেকে আঘাত করে পালানোর কৌশল নিয়ে হঠাৎ করে মিছিল বের করে, পুলিশ জানায়।
 
শিবিরের লোকেরা জানায় তাদের এই মিছিল বের করা হয় বুধবারের পুলিশ সংঘাতের প্রতিবাদে।
 
পুলিশ একটি শিবির কর্মীকে মহাখালি থেকে আটক করে।
 
বাংলাদেশ জামাত-এ-ইসলামির সদস্য ও পুলিশের মাঝে সংঘর্ষ হয় ঢাকার পূর্ব রামপুরায় বুধবার বিকেলে।
 
পুলিশ ছয়জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনার আনোয়ার হোসেন জানান প্রায় ৪০০জন জামাত ও শিবির সদস্য বুধবার বিকেল চারটে নাগাদ একটি মিছিল বের করে।
 
সংঘর্ষে প্রায় ৩০জন লোক আহত হয় ও  আন্দোলনকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে, হোসেন জানান।
 
অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছোঁড়ে। উত্তেজিত জামাত ও শিবিরের সদস্যেরা পুলিশের ওপর ইট ও পাথর ছোঁড়ে ও ককটেল বোমা ফাটায়, হোসেন বলেন।