Bangladesh

ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ

| | 21 Feb 2015, 07:08 am
ঢাকা, ফেব্রুয়ারি ২১- প্রতি বছরের মত এইবারও বাংলাদেশের মানুষ শনিবার ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যারা ১৯৫২-এ তাঁদের মাতৃভাষার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন।

যেই মুহূর্তে ঘড়িতে বারোটা বেজে এক মিনিট হয়, তখনি হাজার হাজার মানুষ খালি পায়ে রাত্রের অন্ধকার ভেঙে দেশের বিভিন্ন শহীদ মিনারগুলিতে উপস্থিত হয়েছিলেন।

এই মানুষদের সাথে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওনারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সফররত ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই শহীদদের।

মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টারা ছাড়াও আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা এই বীর শহীদদের ফুল দিয়ে নিজেদের শ্রদ্ধা জানিয়েছেন।

তবে এইবার শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে লেখেনঃ "২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক #মাতৃভাষা দিবসে সকল ভাষাভাষী মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন #ভাষাদিবস।"

শহীদ মিনার পরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।