Bangladesh

 অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চলছে গুপ্তহত্যাঃ নাসিম

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চলছে গুপ্তহত্যাঃ নাসিম

| | 29 Apr 2016, 10:32 am
ঢাকা, এপ্রিল ২৯- আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আজ বলেছেন যে ধারাবাহিক গুপ্তহত্যার মাধ্যমে বাংলাদেশের মাটিতে 'অস্থিতিশীল পরিস্থিতি ' তৈরি করবার চেষ্টা চলছে।

উনি বলেন যে এই সব পদক্ষেপ হল অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্তের অংশ।


"আজকে সুগভীরভাবে চক্রান্ত করা হচ্ছে," উনি বলেন।

 

"আবার যেন পরিস্থিতি সৃষ্টি করে একটি অসাংবিধানিক পদ্ধতিতে দেশের ক্ষমতা পরিবর্তন করা যায় এবং একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করা যায়," নাসিম বলেন।


উনি সাংবাদিকদের আরও বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ‘বিব্রত ও বিপর্যস্ত’ করবার উদ্দেশ্যে এই গুপ্তহত্যা ঘটানো হচ্ছে।


উনি বলেন ১৪ দল চক্রান্তগুলি 'জনগণকে সঙ্গে নিয়েই মোকাবেলা করবে'।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভার আগে এই কথাগুলি নেতা সাংবাদিকদের জানিয়েছেন।


আজকের এই কথাগুলি উনি এমন সময় বলেছেন যখন দেশজুড়ে বেশ কিছু হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।