Bangladesh

 জেএমবি সদস্য শায়খুলকে দেওয়া হল সাত বছরের সশ্রম কারাদণ্ড

জেএমবি সদস্য শায়খুলকে দেওয়া হল সাত বছরের সশ্রম কারাদণ্ড

| | 28 Mar 2017, 10:51 am
ঢাকা, মার্চ ২৮ঃ দেশের এক আদালত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য (সার্বক্ষণিক সদস্য) নেতা শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

এর পাশাপাশি, ওনাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

 

আজকের রায়টি দিয়েছেন  চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক।

 

আসামী এই সময় আদালতে  উপস্থিত ছিলেন।

 

জেএমবি গত ২০০৫ সালের ১৭ আগস্ট  দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল।

 

সেই সময়  চুয়াডাঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছিলেন।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস এম কামরুজ্জামান খান ২০০৭ সালের ৮ মার্চ জেএমবির শায়খুল ইসলাম ও খুলনা বিভাগীয় প্রধান রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদকে অভিযুক্ত করে তদন্তের শেষে অভিযোগপত্র  জমা দিয়েছিলেন আদালতে।

 

হাফেজ মাহমুদ ' বন্দুকযুদ্ধে' প্রাণ হারিয়েছিলেন।

 

Image: Wikimedia Commons