Bangladesh

ঐক্যবদ্ধ থাকতে দলের নেতা ও কর্মীদের আহ্বান করলেন জিয়া

ঐক্যবদ্ধ থাকতে দলের নেতা ও কর্মীদের আহ্বান করলেন জিয়া

| | 03 Feb 2018, 08:42 am
ঢাকা, ফেব্রুয়ারি ৩ঃ যে কোনও বিপদে ঐক্যবদ্ধ থেকে দলের নেতা ও কর্মীদের আহ্বান আজ করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

দুর্নীতি মামলার রায় সামনে রেখেই উনি এই মন্তব্য করেছেন।

 

" আমি শুধু বলতে চাই, আমি যেখানে থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি," জিয়া বলেন।

 

শনিবার ঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী অধিবেশনে জিয়া এই মন্তব্যগুলি করেছেন।

 

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে।

 

আর সেই কথা মাথায় রেখেই এই অধিবেশনের ডাক দেয় বিএনপি।

 

৮ ফেব্রুয়ারি  দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ওই মামলার রায় ঘোষণা করা হবে।

 

প্রধানমন্ত্রী খালেদা যদি এই মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারেন।

 

আসন্ন নির্বাচনের সময় সমস্যা হতে পারে এই বিষয়টি তুলে ধরে উনি বলেনঃ "বিপদ এলে সবাই একসাথে মোকাবিলা করব, সুদিন এলেও আমরা সবাই এক সাথে দেশের জন্য কাজ করব। আমাদের সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।”