Bangladesh

জেলে ফেরত গেলেন দুই বিএনপি নেতা

জেলে ফেরত গেলেন দুই বিএনপি নেতা

| | 29 May 2013, 01:52 pm
ঢাকা, মে ২৯: একটি ঢাকা আদালত বুধবার দুইজন বিএনপি নেতাকে জেলে ফেরত পাঠায় তাদের জামিনের আবেদন খারিজ করার পরে।

 বিএনপি নেতা বরকাতুল্লাহ বুলু ও সালাহুদ্দিন আহমদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মার্চ ১১ তারিখে ঢাকার নয়াপল্টনে পুলিশের ওপর আক্রমণ করার ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে।

 
 বুলু ও আহমদ প্রধান বিরোধী পক্ষ বিএনপির যুগ্ম সম্পাদক।
 
মহানগর দায়রা জজের আদালতের জজ (ইন চার্জ) মোঃ আখতারুজ্জামান এই রায় শোনান যখন তাদের উকিলরা তাদের জামিনের আবেদন পরিবেশন করেন।
 
 পুলিশ এপ্রিলের ৯ তারিখে আহমদকে বিএনপি ভাইস চেয়ারম্যান মরশেদ আলি খানের গুলশনের বাড়ি থেকে গ্রেফতার করে।
 
 তাকে ভাংচুর ও পুলিশের ওপর আক্রমণের চারটি মামলায় জামিনে মুক্ত করা হয়।
 
কিন্তু পুলিশের গোয়েন্দা শাখা মে ১৬-এ তাকে আবার গ্রেফতার করে জেলের গেট থেকে।
 
বুলু মে ১৫ তারিখে গ্রেফতারিত হয় ঢাকার নয়াপল্টনে বিএনপির সদর দপ্তর থেকে বেরনোর পরেই।