Bangladesh

ভুটানঃ বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করলেন হাসিনা

ভুটানঃ বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করলেন হাসিনা

| | 19 Apr 2017, 08:14 am
থিম্পু, প্রিল ১৯ঃ নতুন ইতিহাস গড়ে, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন।

আজকে বুধবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিলের উপস্থিতিতে থিম্পুর হেজোতে শেখ হাসিনা চ্যান্সেরি ভবনের ভিত্তিফলকটি উন্মোচন করেন হাসিনা।

 

তিনদিনের ভুটান সফরে গেছেন হাসিনা।

 

গুরুত্বপূর্ণ এই জমি হস্তান্তর চুক্তিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামঘো দর্জি।

 

এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 

এই ঐতিহাসিক দিনে, হাসিনা ভিত্তিফলক পর্বের শেষে, বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ‍উত্তোলন করা হয়।

 

মঙ্গলবার ভুটানে পৌঁছেছিলেন হাসিনা।