Bangladesh

রিজার্ভের অর্থ চুরিঃ জমা হল অন্তর্বর্তী রিপোর্ট

রিজার্ভের অর্থ চুরিঃ জমা হল অন্তর্বর্তী রিপোর্ট

| | 20 Apr 2016, 09:42 am
ঢাকা, এপ্রিল ২০- সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ 'চুরি' বিষয় তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছেন।

সন্ধ্যেবেলা অর্থমন্ত্রীর দপ্তরে ফরাসউদ্দিনসহ কমিটির অন্য সদস্যরা পৌঁছান।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের ফরাসউদ্দিন জানান যে ওনারা  অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছেন।

 

৩০ দিনের মধ্যে কমিটিকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এপ্রিল ১৮ জানিয়েছেন যে এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার ক্ষেত্রে ফিলিপাইন ও এর আশপাশের দেশের ২০ জন বিদেশির সম্পৃক্ততা পেয়েছেন ।

 

সংস্থাটি জানিয়েছে এই ব্যাক্তিদের শনাক্ত করা হয়েছে।