Bangladesh

সাভার ভবনধসঃ মৃতের সংখ্যা ৫৯৪

সাভার ভবনধসঃ মৃতের সংখ্যা ৫৯৪

| | 26 May 2013, 09:56 am
ঢাকা, মে ৫: সাভারে রানা প্লাজা ধসের ১২ দিন পরে উদ্ধারকারীরা রবিবার ধ্বংসস্তূপ থেকে আরো ৩০টি দেহ উদ্ধার করে।

 এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৯৪।

 
"আজ সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত আমরা আরো ৩০টি দেহ টেনে বের করেছি। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৫৯৪," জানান সাভারের পুলিশ কন্ট্রোল রুমের এক অধিকর্তা।
 
কন্ট্রোল রুমটি নয়তলা ভবনটির ধসের পরেই চালু করা হয়েছিল।
 
৪৭৮টি দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ১৯টি দেহ আধার চন্দ্র হাই স্কুলের মাঠে রাখা হয়েছে শনাক্ত করার জন্যে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ শহরের বিভিন্ন হাসপাতালের মর্গে ৬৫টি দেহ রাখা হয়েছে।
 
৩২টি পরিত্যাক্ত দেহ ঢাকার জুরাইন কবরস্থানে কবর দেওয়া হয়েছে।
 
এপ্রিল ২৪,  সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল।  
 
রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।
 
এই ঘটনায় ভবনটির মালিক সহেল রানাকে গ্রেফতার করা হয় যশোরের বেনাপোল থেকে।