Bangladesh

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে পৌঁছালেন ঢাকায়

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে পৌঁছালেন ঢাকায়

| | 04 Feb 2018, 08:42 am
ঢাকা, ফেব্রুয়ারি ৪ঃ রোববার বাংলাদেশের সফরের জন্য এই দেশে এসে পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।

ফুলের শুভচ্ছা ও তোপধ্বনির উষ্ণ অভ্যর্থনার মাঝে আজ চারদিনের বাংলাদেশ সফর শুরু করেছেন সুইস নেতা।


এই প্রথমবার সেই দেশের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছেন।

 

১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশেকে স্বীকৃতি দিয়েছিল সুইজারল্যান্ড।


দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক আজ ৪৫ বছর অতিক্রম করেছে।

 

আজকে বেলা ১ টা ২৩ মিনিটে  সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে সুইস নেতা এই দেশে পৌঁছান।

 

ওনাকে ঢাকার শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

 

রোহিঙ্গাদের পরিস্থিতি নিজে চোখে দেখার জন্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে বসবার উদ্দেশে সুইস নেতা এই দেশে এসেছেন।

 

মিয়ানমার থেকে বহু রোহিঙ্গা মানুষ এই দেশে এসে আশ্রয় নিয়েছেন।

 

২১ বার তোপধ্বনির মাধ্যমে এই নেতাকে আজ বিমান থেকে নামার সময় স্বাগত জানানো হয়।

 

দুইজন শিশু ফুল তুলে দেন অনার হাতে।

 

তিন বাহিনীর একটি সুসজ্জিত দল ওনাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান।

 

আজকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

বহু অনুষ্ঠানের মাঝে সোমবার অনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে  সাক্ষাৎ করবার কথা আছে।

 

রাতে, হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন বঙ্গভবনে।

 

মঙ্গলবার রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে উনি যাবেন  কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।