Bangladesh

৳ ২২২,৪৯১ বাজেট প্রস্তাব পেশ হল

৳ ২২২,৪৯১ বাজেট প্রস্তাব পেশ হল

| | 06 Jun 2013, 01:27 pm
ঢাকা, জুন ৬: বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহীথ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৳ ২২২,৪৯১ বাজেট প্রস্তাব পেশ করেন ২০১৩-১৪র জন্যে।

 এই বাজেটটি আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট।

 
আজকের অধিবেশন শুরু হয় দুপুর তিনটের সময়। বিরোধীদল বিএনপির সাংসদেরা এই অধিবেশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।
 
"চার বছরের আগ্রগতি-বাংলাদেশ এগিয়ে চলছে" শীর্ষক বাজেট ভাষণ একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা সহ পেশ করা হয় দুপুর তিনটে পনেরো নাগাদ।
 
 এই বাজেট বর্তমান অর্থবছরের থেকে ১৬ শতাংশ বেশী।
 
বাজেটে রাজস্ব টার্গেট ৳ ১,৬৭,৪৫৯ কোটি নির্ধারণ করা হয়েছে; বাজেট ঘাটতি ৳ ৫৫,০৩২ কোটি হবে, যা গ্রস ডোমেস্টিক উত্পাদনের ৪.৪৬ শতাংশ।
 
 রাজস্ব টাকা থেকে ৳ ১,৩৬,০৯০ কোটি এনবিআর কর রাজস্ব থেকে বলে আশা করা হচ্ছে, ৳ ৫,১২৯ কোটি হল নন-এনবিআর কর রাজস্ব ও ৳ ২৬,২৪০ কোটি নন-কর রাজস্ব থেকে আশা করে সরকার।
 
সরকার বৈদেশিক অনুদান ৳ ৬,৬৭০ কোটি প্রত্যাশা করে।