Bangladesh

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

| | 06 Apr 2017, 07:29 am
ঢাকা, এপ্রিল ৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগ্রগতির পথে এগোচ্ছে।

আর আন্তর্জাতিকভাবেও তা এখন বোঝা যাচ্ছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে তিন ধাপ  উঠেছে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিস্থিতি গতকাল ইউএনডিপি  প্রকাশ করেছেন।

গত মাসে নিজেদের ওয়েবসাইটে  ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৬’ প্রকাশ  করেন ইউএনডিপি।

বাংলাদেশের অবস্থান এখন ১৮৮ দেশের মধ্যে সুচকে ১৩৯ তম স্থানে।

২০১৫ সালে বাংলাদেশ ১৪২ স্থানে ছিল।

এইবারের ১৮৮ দেশগুলিকে  অতি উন্নত, উন্নত, মধ্যম ও নিম্ন মানব উন্নয়নের চারটি স্তরে ভাগ করে দেওয়া হয়েছে।

 নেপাল (১৪৪) ও পাকিস্তানের (১৪৭) থেকে বাংলাদেশ এগিয়ে আছে।

শ্রীলঙ্কা (৭৩), মালদ্বীপ (১০৫), ভারত (১৩১) ও ভুটানের (১২৩) থেকে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে।

বংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ের যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে জানিয়েছেন যে ওনার সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশের মাটিতে এই সমস্ত সমস্যার স্থান হবে না, বলেন উনি।

"এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব," প্রধানমন্ত্রী বলেন।

এই দেশের মানুষেরা যাতে  সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায় তার জন্য জনমত গড়ে তোলার উপরে জোড় দিয়েছেন হাসিনা।

হাসিনা বলেনঃ " জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি। এর বিরুদ্ধে সবাইকে জনমত সৃষ্টি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।"

উনি বলেনঃ "জঙ্গিবাদ-সন্ত্রাসের সঙ্গে যেন না জড়ায়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানাচ্ছি।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জানিয়েছেন যে ওনার দ্বারা দেশের ক্ষতি করা হবে না।
আগামী ভারত সফরের বিষয় কথা বলবার প্রশঙ্গেই, হাসিনা  এই কথাগুলি বলেছেন।


প্রসঙ্গত, হাসিনা বলেছেন যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি উনি করবেন না।

বুধবার নিজের কার্যালয় এক অনুষ্ঠানে, হাসিনা বলেনঃ "অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।”

 চার দিনের সরকারি সফরে শনিবার হাসিনা ভারতে যাবেন।

বিএনপি সরকারের থেকে দাবি জানিয়েছেন যে ভারতের সাথে চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো আগে থেকেই তাড়া যেন জানান।

এই প্রশঙ্গে, নিজের বক্তব্যে হাসিনা বলেন, "কী মানলো না মানলো, কার কী আসে যায়?”

ভারতের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হাসিনার ভারত সফর চলাকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।